পুবের কলম ওয়েবডেস্কঃ ইন্তেকাল করলেন রাজারহাট নিউটাউনের মাঝেরআইট দরবার শরীফের মেজ সাহেবজাদা পীর একেএম হায়দার আলি সাহেব।
মঙ্গলবার সকালে নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে তাঁর ইন্তেকাল হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।তিনি রেখে গিয়েছেন সাত পুত্র, তিন কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ এবং ভক্ত অনুগ্রাহীদের।
সাহেবজাদা পীর একেএম হায়দার আলি সাহেবের পরিবার সূত্রে জানা যাচ্ছে বেশকিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।গত ২১ শে জুলাই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য প্রসঙ্গত, মরহুমের পূর্বপুরুষরা কলকাতার কানখুলিতে আছেন। মরহুম পীর একেএম হায়দার আলি সাহেবের দাদুজান হলেন পীর আহমদ আলি হামিদ শাহ জালালী (রহ:)। পীর আহমদ আলি সাহেবের কনিষ্ঠ পুত্র পীর মাহমুদ বাখত বাখতিয়ারী (রহ:)। তাঁর আব্বাজানের নির্দেশে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে তিনি কানখুলি ছেড়ে রাজারহাট নিউটাউনের মাঝেরআইট গ্রামে বসবাস শুরু করেন। পীর সাহেবের শুভ আগমনে ওই এলাকা লোকমুখে মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফ হিসাবে পরিচিত লাভ করে। জাতপাতের ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলিম সহ সমস্ত ধর্মের মানুষজন এখানে আসতেন। সাম্প্রদায়িক সম্প্রীতির একঅপূর্ব মেলবন্ধন ঘটেছিল।
মরহুমের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, সংযুক্ত মোর্চার বিধায়ক নওসাদ সিদ্দিকী প্রমুখ। আগামীকাল বুধবার খড়িবাড়ির আন্দুলিয়া জালালীবাগ দরবার শরীফে জোহরের নামাজ বাদ মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।