৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবে সমর্থন দেবে রাশিয়া

মাসুদ আলি
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার
  • / 9

পুবের কলম ওয়েবডেস্ক : ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু চুক্তি সম্পূর্ণভাবে কার্যকর করার প্রস্তাবে রাশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় ইরান ও পাঁচ দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ইরানের এ প্রস্তাবে সমর্থন দেবে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনায় তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিকে সমর্থন দেবে মস্কো।

আরও পড়ুন : তিন হাজার কিমি পথ সাঁতরে নিউজিল্যান্ডে এল বিরল পেঙ্গুইন

২০১৫ সালে ইরান ও ছ’দেশের মধ্যে পরমাণু চুক্তি হয়। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরিয়ে নেন। তবে জো বাইডেন ক্ষমতায় আসার পর নতুন করে পরমাণু চুক্তিতে ফেরার কথা ঘোষণা করেন।

গত এপ্রিল থেকে ইরান ও পাঁচ দেশের মধ্যে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষে আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর ইরানের নতুন প্রশাসনের অধীনে আলোচনা শুরু হবে। যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে না থাকায় তারা এই আলোচনায় যোগ দিতে পারছে না।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৫ সালে যেভাবে এই পরমাণু চুক্তি হয়েছিল ঠিক তারই আলোকে আবার তা পুনর্বহাল করার পক্ষে আমাদের সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফিরতে হবে ও তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা ওয়াশিংটনকে প্রত্যাহার করতে হবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবে সমর্থন দেবে রাশিয়া

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু চুক্তি সম্পূর্ণভাবে কার্যকর করার প্রস্তাবে রাশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় ইরান ও পাঁচ দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ইরানের এ প্রস্তাবে সমর্থন দেবে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনায় তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিকে সমর্থন দেবে মস্কো।

আরও পড়ুন : তিন হাজার কিমি পথ সাঁতরে নিউজিল্যান্ডে এল বিরল পেঙ্গুইন

২০১৫ সালে ইরান ও ছ’দেশের মধ্যে পরমাণু চুক্তি হয়। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরিয়ে নেন। তবে জো বাইডেন ক্ষমতায় আসার পর নতুন করে পরমাণু চুক্তিতে ফেরার কথা ঘোষণা করেন।

গত এপ্রিল থেকে ইরান ও পাঁচ দেশের মধ্যে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষে আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর ইরানের নতুন প্রশাসনের অধীনে আলোচনা শুরু হবে। যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে না থাকায় তারা এই আলোচনায় যোগ দিতে পারছে না।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৫ সালে যেভাবে এই পরমাণু চুক্তি হয়েছিল ঠিক তারই আলোকে আবার তা পুনর্বহাল করার পক্ষে আমাদের সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফিরতে হবে ও তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা ওয়াশিংটনকে প্রত্যাহার করতে হবে।