মস্কো: কূটনীতির আড়ালে গুপ্তচরবৃত্তি! ব্রিটিশ দূতাবাসের কূটনীতিককে রাশিয়া থেকে বহিষ্কার। এছাড়া, আগামী দু’ সপ্তাহের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পুতিন প্রশাসন। অভিযোগ, অভিযুক্ত ওই কূটনীতিক, কূটনীতির আড়ালে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করত৷ গুপ্তচরবৃত্তি-সহ রাশিয়ার বিরুদ্ধে একাধিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। এমনকী রাশিয়ার প্রবেশের সময় নিজের সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। জেনে বুঝে তথ্য গোপন করে দেশে ঢোকা রাশিয়ার আইনে অপরাধ। যার জেরেই এই পদক্ষেপ।
রাশিয়ার অভিযোগ ছিল, ওই ৬ কূটনীতিককে দেশে নিযুক্ত করা হয়েছিল যাতে রাশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে রপ্ত করতে পারে। এছাড়া বিরোধী দলনেতাদেরকে হাতিয়ার করে পুতিনের বিরুদ্ধে লেলিয়ে দেশটির অন্দরে অশান্তি সৃষ্টি করা। উদ্দেশ্য একটাই, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করা। তবে এই বিষয়ে ব্রিটিশ বিদেশমন্ত্রকের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে এটি প্রথমবার নয়, এর আগে অগস্ট মাসেই ছ’জন ব্রিটিশ কূটনীতিককে রাশিয়া থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও এদিন রাশিয়ার বিরুদ্ধচারণ করার অভিযোগে ৩০ ব্রিটিশ নাগরিকের ওপর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার, চ্যান্সসেলর রাচেল রিভস, স্বরাষ্ট্র সচিব ইয়েভেটকুপার সহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। মঙ্গলবার একটি বিবৃতি জারি করে এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার বিদেশমন্ত্রক।