মুসলিম মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য, কর্নাটকে গ্রেফতার আরএসএস কর্মী
ইমামা খাতুন
- আপডেট :
২ জুন ২০২৩, শুক্রবার
- / 18

REPRESENTATIVE IAMGE
পুবের কলম,ওয়েবডেস্ক: আরএসএস দেশের হিন্দুদের মধ্যে আদর্শ প্রচারের কাজ করে। সেই দলেরই এক সক্রিয় কর্মী মহিলাদের নিয়ে কুরুচিকর পোস্ট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
সে-জন্য ওই সংঘ-সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাইচুর জেলা পুলিশ। তার নাম রাজু তাম্বাক। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, মুসলিম মহিলারা সন্তান উৎপাদনের মেশিন। এই আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয় স্থানীয় মুসলিমরা।
বৃহস্পতিবার তার গ্রেফতারির দাবিতে মুসলিমদের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছিল। অবস্থা বেগতিক বুঝে কর্নাটকের নয়া কংগ্রেস সরকার সংঘ কর্মীকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লিঙ্গাসুগুর বাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তদন্ত চলছে।
ক্ষমতায় আসার আগেই কংগ্রেস জানিয়েছিল, মুসলিমদের বিরুদ্ধে বা যেকোনও সাম্প্রদায়িক হিংসা ও বিদ্বেষমূলক প্রচার-প্রপাগান্ডা সহ্য করবে না তারা। এর বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। লিঙ্গাসুগুর বাজারের এই আরএসএস কর্মীর গ্রেফতারিতে সেটাই প্রমাণ হল বলে মনে করছেন অনেকে।