পুবের কলম ওয়েবডেস্কঃ আজ বৃহস্পতিবার মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মবার্ষিকী ও পাশাপাশি প্রয়াণ দিবস পালিত হল বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, পুবের কলম দৈনিক পত্রিকা এবং মুসলিম কাউন্সিল অফ বেঙ্গলের উদ্যোগে। এইদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সম্পাদক অধ্যাপক ওয়াইজুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ দীপঙ্কর ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট জনেরা।
এইদিনের অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ ও পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান বেগম রোকেয়ার জন্ম ও ইন্তেকালের এই দিনটিকে নারী শিক্ষা দিবস হিসাবে ঘোষণার দাবি পেশ করেন।
অন্যদিকে শিক্ষাবিদ দীপঙ্কর ভট্টাচার্য প্রাঞ্জল ভাষায় বেগম রোকেয়ার বর্ণময় কর্মজীবন তুলে ধরেন। অধ্যাপক ওয়াইজুল হক তাঁর বক্তব্যে বলেন বেগম রোকেয়ার নামে একটি হাসপাতাল বা বিশ্ববিদ্যালয়ের নামকরণের দাবি পেশ করেন।