পূবের কলম প্রতিবেদক: বর্ষার শুরুতেই রেকর্ড বৃষ্টি হয়েছে রাজ্যে। শুধু জুন মাসের ১৯ তারিখ পর্যন্ত রাজ্যে ৫০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে ইতিমধ্যে একাধিক নদীর জল স্তর বৃদ্ধি পেয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে বেশ কিছু নদীর জল স্তর। আগামী রবিবার পর্যন্ত দুই বঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আরও বড় বিপর্যয় আসতে চলেছে আজ শনিবার। উপকূলবর্তী জেলাগুলোতে বান আসতে পারে বলে নবান্ন থেকে সর্তকতা জারি করা হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উপকূলবর্তী জেলাগুলির জেলাশাসকের সতর্ক করেছেন।
শনিবার সমুদ্রের জলের উচ্চতা ৬ ফুট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে আরামবাগ, বাগনান, আমতা, উত্তর ২৪ পরগনা ,বাঁকুড়া ও বর্ধমানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন।
যদিও প্রাকৃতিক দুর্যোগকে নিয়ন্ত্রণ করার কোনও উপায় নেই, তবে যতটা সম্ভব রাজ্য সরকার মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, দক্ষিণ বিহার থেকে দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের মধ্যে একটি ঘূর্ণাবর্ত হয়েছে। সেইসঙ্গে রাজ্যের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা গিয়েছে। তার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকে রবিবার পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বেশি হবে। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা সেইরকম নেই।