রেমাল নিয়ে অভিভাবকের ভূমিকায় মুখ্যমন্ত্রী, রাজ্যবাসীকে একাধিক পরামর্শ মমতা

- আপডেট : ২৬ মে ২০২৪, রবিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: রেমাল ঘূর্ণিঝড় নিয়ে অভিভাবকের ভূমিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী সমর্থনে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘৬ টার পর থেকে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি। ভয় পাবেন না। তবে সাবধানে থাকবেন।’ বিদ্যুতের পোল থেকে যাতে কোনও বিপত্তি না ঘটে সেদিকে নজর দিতে মন্ত্রীকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ চলে গেলে চিন্তা করতে নিষেধ করেন। একই সঙ্গে একগুচ্ছ উপদেশ দিয়ে মমতা বলেন, খুব ঝড় জলের সময় টিভি, এসি না চালানোর কথা। দুর্যোগ ঝুঁকি নিয়ে যে কেবল বাংলাতেই সভা মিছিল হতে পারে, সেকথাও মনে করিয়ে দিলেন তিনি।
এদিনের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন করেন, উন্নয়নের কাজে বাধা দিয়ে কেন দীর্ঘসময়ের এই নির্বাচন? তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি লক্ষ্য রাখি সোনারপুরে কাজ হচ্ছে কি হচ্ছে না। দু একজন কাউন্সিলরের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আছে। আমি বলব হয় শুধরে নেবে, নইলে আমি শুধরে দেব। আমিও জনগণের উর্দ্ধে নই। আমি আজও এখানে, কারণ আপনারা এখানে রেখেছেন। আমার সবচেয়ে বড় কথা, কমিটমেন্ট আমাকে নয়, মানুষকে।’