পুবের কলম প্রতিবেদকঃ আকাশ পরিষ্কার হচ্ছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা কমেছে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। কিন্তু গত কয়েকদিনের তুলনায় অনেকটাই তাপমাত্রা কমেছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও খানিকটা কমবে। রবিবার সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী কয়েকদিন কনকনে শীতের আমেজ থেকে বঞ্চিত হবে বাংলা। আগামী ২৪ ঘণ্টায় আরও খানিকটা তাপমাত্রা কমতে পারে। তবে তারপর পারদের পতন তেমন একটা হবে না। এদিকে রবিবার থেকে মঙ্গলবার পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তরপশ্চিম ভারতে। যার ফলে ব্যাহত হবে উত্তুরে হাওয়া। তাই আগামী কয়েকদিন জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই মত আবহবিদদের।