পুবের কলম প্রতিবেদকঃ যথাযোগ্য মর্যাদায় ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হল রেড রোডে। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ছিলেন অনান্য মন্ত্রী আমলা ও প্রশাসনিক আধিকারিকবৃন্দ।
রবিবার সকালে রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনটিকে স্মরণ করা হয়। মুখ্যমন্ত্রীর বার্তায় উঠে এল দেশাত্মবোধক গানের পংক্তি <span;> “ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো”। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন, <span;>”আজ প্রত্যেক ভারতবাসীর কাছে এক গর্বের দিন। এই বিশেষ দিনে আমাদের সকলকে শপথ নিতে হবে সংবিধানের মূল ভিত্তি তথা সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অক্ষুন্ন রাখার।” দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের ধাত্রীভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছিলেন, সেই সকল বীর শহিদকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম জানাই।”
একইসঙ্গে মুখ্যমন্ত্রী এ দিন তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, “আজকের এই মাহেন্দ্রক্ষণে আন্তরিক শ্রদ্ধা জানাই সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর-সহ সকল সংবিধান রচয়িতাকে। পাশাপাশি, দেশের সকল সহ-নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের আজকের শপথ হোক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈচিত্রের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্মসমন্বয়ের পরম্পরার, মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার।” পাশাপাশি তিনি স্মরন সাধারণতন্ত্র দিবসের তাৎপর্য স্মরণ করিয়ে লেখেন, “আমাদের দেশের সাধারণতন্ত্রের বল জনগণের শক্তিতে প্রতিফলিত হয়। আমরা যেন সবসময় সেই মূল্যবোধকে রক্ষা ও লালন করার চেষ্টা করি যা ভারতকে সত্যিই অসাধারণ করে তোলে।”
প্রতিবছরের মতো এবারের এই <span;>সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন লোকশিল্পীরা। এই শিল্পের পুনরুজ্জীবনে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের লোকশিল্পীরা ভাতা পাচ্ছেন এবং অনুষ্ঠানপিছু টাকা দেওয়া হচ্ছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জঙ্গলমহল এবং সুন্দরবনের লোকশিল্পীরা এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশও করেন।