৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিএপিএফ-এ ৮৪ হাজার পদে নিয়োগ

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার
  • / 12

পুবের কলম ওয়েবডেস্কঃকেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে ৮৪৪০৫টি খালি পদ রয়েছে। ২০২৩ পর্যন্ত এই পদগুলিতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার সংসদে কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র  প্রতিমন্ত্রী নিত্যানন্দ  রাই এক প্রশ্নের জবাবে জানান,  প্রত্যেক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর স্বীকৃত  পদের সংখ্যা ১০,০৫,৭৯৯। এরমধ্যে ৮৪৪০৫টি পদ খালি রয়েছে। তিনি জানান,   ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত এই পদগুলিতে নিয়োগ চলবে। জিডি কনস্টেবলের  ২৪২৭১টি আসনের জন্য পরীক্ষা নেওয়ার তোড়জোর শুরু হয়েছে। সরকার  বিএসএফ, সিএপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি-র খালি পদগুলিতে নিয়োগের জন্য শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে।

 

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী অসম রাইফেলসে ৯৬৫৯, বিএফএস ১৯২৫৪, সিআইএসএফ ১০৯১৮, সিআরপিএফ-এ ২৯৯৮৫ এবং আইটিবিপিতে ৩১৮৭,  এসএসবি-র ১১,৪০২টি পদ খালি রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করা হয়, সিএপিএফ  বাহিনীতে কত খালি পদ রয়েছে, কত পদে নিযুক্তিকরণ হবে এবং এ বিষয়ে কি  পদক্ষেপ গ্রহণ করছে সরকার। জবাবে রায় জানান, সরকারের বাৎসরিক জিডি  কনস্টেবল নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে স্টাফ সিলেকসন কমিশনকে (এসএসসি)  দেওয়া হয়েছে। এছাড়া, সমস্ত সশস্ত্র বাহিনী এবং অসম রাইফেলসকে নন জেনারেল ডিউটি পদে নিয়োগের জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শূন্য পদগুলি পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিএপিএফ-এ ৮৪ হাজার পদে নিয়োগ

আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃকেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে ৮৪৪০৫টি খালি পদ রয়েছে। ২০২৩ পর্যন্ত এই পদগুলিতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার সংসদে কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র  প্রতিমন্ত্রী নিত্যানন্দ  রাই এক প্রশ্নের জবাবে জানান,  প্রত্যেক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর স্বীকৃত  পদের সংখ্যা ১০,০৫,৭৯৯। এরমধ্যে ৮৪৪০৫টি পদ খালি রয়েছে। তিনি জানান,   ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত এই পদগুলিতে নিয়োগ চলবে। জিডি কনস্টেবলের  ২৪২৭১টি আসনের জন্য পরীক্ষা নেওয়ার তোড়জোর শুরু হয়েছে। সরকার  বিএসএফ, সিএপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি-র খালি পদগুলিতে নিয়োগের জন্য শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে।

 

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী অসম রাইফেলসে ৯৬৫৯, বিএফএস ১৯২৫৪, সিআইএসএফ ১০৯১৮, সিআরপিএফ-এ ২৯৯৮৫ এবং আইটিবিপিতে ৩১৮৭,  এসএসবি-র ১১,৪০২টি পদ খালি রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করা হয়, সিএপিএফ  বাহিনীতে কত খালি পদ রয়েছে, কত পদে নিযুক্তিকরণ হবে এবং এ বিষয়ে কি  পদক্ষেপ গ্রহণ করছে সরকার। জবাবে রায় জানান, সরকারের বাৎসরিক জিডি  কনস্টেবল নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে স্টাফ সিলেকসন কমিশনকে (এসএসসি)  দেওয়া হয়েছে। এছাড়া, সমস্ত সশস্ত্র বাহিনী এবং অসম রাইফেলসকে নন জেনারেল ডিউটি পদে নিয়োগের জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শূন্য পদগুলি পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।