পুবের কলম প্রতিবেদক: শিক্ষক নিয়োগ নিয়ে বারবার মামলা হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ’৩৫ হাজার ছেলেমেয়ের চাকরির ব্যবস্থা হল। সব যখন তৈরি তখনই আবার মামলা হল। রাজ্য সরকার যখনই শিক্ষক নিয়োগের উদ্যোগ নিচ্ছে, তখনই মামলা করে তা আটকানো হচ্ছে। গত ৩-৪ বছর ধরে বারবার একই ঘটনা ঘটে চলেছে। এই ছেলেমেয়েগুলো আর কতদিন অপেক্ষা করবে?’
উল্লেখ্য, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এদিনই স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। যার ফলে পুজোর আগে বেশ কয়েক হাজার পরিবারের মুখে হাসি ফোটার যে সম্ভাবনা ছিল, তা অঙ্কুরেই বিনষ্ট হল। শিক্ষক নিয়োগের উপরে আদালতের স্থগিতাদেশের কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার পিছনে রাজ্যের বিরোধী দলের কিছু হিংসুটে নেতার হাত রয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আদালতের নির্দেশেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার পরে আবার মামলা হল। চাকরিপ্রার্থীদের কোনও দোষ নেই। কিছু কুচুটে, হিংসুটে রাজনৈতিক নেতা খুঁত বার করে পিছন থেকে কলকাঠি নেড়ে এই মামলা করছে। ছেলে-মেয়েরা চাকরি পায়, তা চায় না।’