পুবের কলম, ওয়েবডেস্ক: ফের শহরে বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় মৃত্যু মহিলার। মৃতের নাম দেবশ্রী মণ্ডল (২৮)। ঘটনায় আহত হয়েছেন মৃতের স্বামী। মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে যাদবপুর এইটবি বাস স্ট্যান্ডের কাছে।
জানা গিয়েছে, এদিন সকালে বাইক করে তিন বছরের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। সেই সময় একটি বেপরোয়া সরকারি বাস ধাক্কা মারে বাইকটিকে। বাইক থেকে ছিটকে পড়েন তিনজনে। পড়ে গিয়ে মৃত্যু হয় মহিলার। গুরুতর আহত শিশুর বাবাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছে ওই শিশুকন্যা।