রাওয়াতের উত্তরসূরী নারাভানে!সিডিএসের পথে একধাপ এগোলেন আরও একধাপ

- আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ কপ্টার দুর্ঘটনায় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যুর পর কেটে গিয়েছে এক সপ্তাহ। পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ কে হবেন তা নিয়ে তা নিয়ে জল্পনার মাঝেই চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করা হল সেনা প্রধান জেনারেল এমএম নারাভানেকে।
দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান ছিলেন সদ্য প্রয়াত জেনারেল রাওয়াত। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তিন বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনার মধ্যে সমন্বয়, পরিবহন, প্রশিক্ষণ, সহায়তা পরিষেবা, যোগাযোগ এবং রক্ষণাবেক্ষণ সহ একাধিক বিষয়ে নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যই চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস পদ তৈরির সিদ্ধান্ত নেন। প্রথম সিডিএস হিসাবে নিয়োগ করা হয় জেনারেল বিপিন রাওয়াতকে।
গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক নিহত হন জেনারেল বিপিন রাওয়াত, রাওয়াতের সঙ্গে ওই কপ্টারে থাকা মোট ১৪ জনেরই মৃত্যু হয়।
নিয়ম অনুযায়ী সামরিক বহিনীর কোন গুরুত্বপূর্ণ পদাধিকারীর মৃত্যু হলে বা তিনি ইস্তফা দিলে কোন কারণে সঙ্গে সঙ্গে সেই ফাঁকা হয়ে যাওয়া পদটি পূরণ করতে হয়। কিন্তু সিডিএস বিপিন রাওয়াত কপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার এক সপ্তাহ কেটে গেলেও এখনও কাউকে নিয়োগ করা হয়নি সিডিএস পদে।
তবে সমর বিশেষজ্ঞদের একাংশের মতে কোন পরিকল্পনা ছাড়াই এই পদটি তৈরি করা হয়েছিল। এমনকি বিপিন রাওয়াতের পরে কে হবেন পরবর্তী সিডিএস তা নিয়ে কোন পরিকল্পনাই ছিলনা কেন্দ্রীয় সরকারের। যার মাসুল এখন গুণতে হচ্ছে।