চারদিন পর কফিনবন্দী হয়ে ফিরলেন রাওয়াতের দেহরক্ষী সতপল রাই

- আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, রবিবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় গত বুধবার প্রাণ হারিয়েছেন সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সহ ১১ জন সেনা আধিকারিক।
জেনারেল রাওয়াতের সঙ্গেই কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর দেহরক্ষী দার্জিলিংয়ের সতপাল রাই।দুর্ঘটনার চারদিন পর কফিন বন্দী হয়ে বাড়ি ফিরছেন সতপল।
আজ রবিবার সতপলের দেহ বাগডোগরা হয়ে ব্যাংডুবির সেনা ছাউনিতে আনা হয়। সেখানেই পূর্ণ সামরিক মর্যাদায় জানানো হয় অন্তিম শ্রদ্ধা। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
রাজ্যসরকারের তরফে ছিলেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেব। সতপালের দেহ নিয়ে যাওয়া হবে তাঁর গ্রামের বাড়ি দার্জিলিংয়ের তাকদায়। শেখানেই তাঁর অন্তিম সংস্কার সম্পন্ন হবে।
কপ্টার দুর্ঘটনায় নিহত হন কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় সতপল রাইয়ের। শনিবার দিল্লি সেনা হাসপাতালে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সতপলের দেহ শনাক্ত করা হয়। তাঁর পরিবারকেও নিয়ে যাওয়া হয় দিল্লিতে। সেখান থেকেই রবিবার সকালে নিজের বাড়িতে কফিনবন্দি হয়ে ফিরছেন সতপল।
ভয়াবহ ওই হেলিকপ্টার দুর্ঘটনার কবলে যাঁরা পড়েছিলেন তাদের বেশিরভাগের দেহই আগুনে ঝলসে গিয়েছিল। এমনকি প্রাথমিকভাবে দেহগুলি সনাক্তকরণেও সমস্যা হচ্ছিল। প্রাথমিকভাবে সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং ব্রিগেডিয়ার লখিন্দর সিং লিড্ডারের দেহ সনাক্ত করা গিয়েছিল। বাকিদের নিথর দেহ দিল্লির সেনা হাসপাতালে রাখা ছিল এবং পরিবারের সদস্যদের দেহগুলি সনাক্ত করার অনুরোধ করেছিল সরকার।
শেষ পর্যন্ত ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়। প্রয়াত প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত যে হেলিকপ্টারটিতে ছিলেন, সেটি এমআই-১৭। এমআই সিরিজ়ের সর্বাধুনিক হেলিকপ্টার হল এই এমআই-১৭-ভি-৫। রাশিয়া থেকে যে কপ্টারগুলি ভারত পেয়েছে, তার মধ্যে সর্বাধুনিক হল এই ভি-৫ মডেল। সাধারণত এই ধরনের হেলিকপ্টারগুলিতে ডবল ইঞ্জিন থাকে