৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কপ্টার দুর্ঘটনা, রাওয়াতের সঙ্গেই প্রাণ হারান তাঁর দেহরক্ষী দার্জিলিংয়ের তরুণ সৎপাল রাই 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 7

শিলিগুড়ি, রুবাইয়া জুঁইগত বুধবার তামিলনাড়়ুর নীলগিরি পাহাড়ে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। এই কপ্টার ভেঙে পড়ার খবর সামনে আসার পর সারা দেশ জুড়ে হৈ চৈ পড়ে যায়। এদিন সন্ধ্যে অবধি বায়ুসেনার ট্যুইটার বিবৃতি অনুযায়ী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ ছাড়া ওই হেলিকপ্টারে থাকা ১৩ জন যাত্রীরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই তেরোজনের মধ্যেই একজন দার্জিলিং-এর বাসিন্দা ৪১ বছরের তরুণ সৎপাল রাই।

 

সৎপাল রাই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের।

 

দার্জিলিংয়ের তাগদার মালিধুরার বাসিন্দা হলেও সৎপল রাই ইদানীং ছেলেকে নিয়ে দিল্লিতেই থাকতেন। তাঁর স্ত্রী, মেয়ে এবং মা-বাবা থাকতেন দার্জিলিংয়ের বাড়িতে। কপ্টার ভেঙে পড়ার দিন সকালেও ভিডিও কলে পরিবারের সকলের খোঁজ নিয়েছেন তিনি। এরপর আর কথা হয়নি। তাঁর মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিতমহলে।

 

গত বুধবার সস্ত্রীক একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। ঘটনাস্থলে পৌঁছনোর ৫ মিনিটি আগেই কপ্টার দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে তাঁরা প্রচণ্ড শব্দ শুনতে পান। তার পর দেখেন, একটা আগুনের গোলা দু’টো গাছে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কপ্টার দুর্ঘটনা, রাওয়াতের সঙ্গেই প্রাণ হারান তাঁর দেহরক্ষী দার্জিলিংয়ের তরুণ সৎপাল রাই 

আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

শিলিগুড়ি, রুবাইয়া জুঁইগত বুধবার তামিলনাড়়ুর নীলগিরি পাহাড়ে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। এই কপ্টার ভেঙে পড়ার খবর সামনে আসার পর সারা দেশ জুড়ে হৈ চৈ পড়ে যায়। এদিন সন্ধ্যে অবধি বায়ুসেনার ট্যুইটার বিবৃতি অনুযায়ী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ ছাড়া ওই হেলিকপ্টারে থাকা ১৩ জন যাত্রীরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই তেরোজনের মধ্যেই একজন দার্জিলিং-এর বাসিন্দা ৪১ বছরের তরুণ সৎপাল রাই।

 

সৎপাল রাই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের।

 

দার্জিলিংয়ের তাগদার মালিধুরার বাসিন্দা হলেও সৎপল রাই ইদানীং ছেলেকে নিয়ে দিল্লিতেই থাকতেন। তাঁর স্ত্রী, মেয়ে এবং মা-বাবা থাকতেন দার্জিলিংয়ের বাড়িতে। কপ্টার ভেঙে পড়ার দিন সকালেও ভিডিও কলে পরিবারের সকলের খোঁজ নিয়েছেন তিনি। এরপর আর কথা হয়নি। তাঁর মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিতমহলে।

 

গত বুধবার সস্ত্রীক একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। ঘটনাস্থলে পৌঁছনোর ৫ মিনিটি আগেই কপ্টার দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে তাঁরা প্রচণ্ড শব্দ শুনতে পান। তার পর দেখেন, একটা আগুনের গোলা দু’টো গাছে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে।