পুবের কলম, ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের নির্বাচনে চতুর্থবারের মতো জিতলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তায়িব। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি–মার্কিন সদস্য রাশিদা তায়েব। মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জয় পান এই ডেমোক্র্যাট প্রার্থী। তার নির্বাচনী আসনে বিপুল সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ডেমোক্র্যাট প্রার্থী রাশিদা তায়িব ৭২ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জেমস হুপার পেয়েছেন ২৩ দশমিক ৫ শতাংশ ভোট।
1 Comment
Pingback: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর – Puber Kalom – Bengali News Daily