৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
উত্তরপ্রদেশের কানপুরে বিরলপ্রজাতির শকুন উদ্ধার

ইমামা খাতুন
- আপডেট : ৯ জানুয়ারী ২০২৩, সোমবার
- / 20
পুবের কলম ওয়েব ডেস্ক: বিলুপ্তপ্রায় শকুনের দেখা মিলল উত্তরপ্রদেশে। নাম হিমালয়ন গ্রিফন। কানপুরের কর্নেলগঞ্জের এক কবরস্থান থেকে তাকে উদ্ধার করা হয়। ইতিমধ্যেই বিরলপ্রজাতির শকুনটিকে উদ্ধার করে বনদফতর বিভাগের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “শকুনটি এখানে প্রায় এক সপ্তাহ ধরে ছিল। আমরা বহুবার ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অবশেষে, নিচে নামলে আমরা এটিকে ধরে ফেলি।”
হিমালয়ে যে সব প্রজাতির পাখি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম বৃহত্তম হল এই গ্রিফন। তার দু’টি ডানার দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। এক-একটি গ্রিফন শকুন ৪০ থেকে ৪৫ বছর বাঁচে।