পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্যে কলকাতা শহরে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পুলিশকর্মীরা। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। আহত হয়েছেন গাড়িতে থাকা অপর দুই আরোহী। শুক্রবার রাতের ঘটনা। রাত ১১টা নাগাদ বাঘাযতীন ব্রিজ থেকে নামার মুখে হাইল্যান্ড পার্ক মোড়ে কাছে প্রচণ্ড গতিতে আসে। প্রথমে সেটি রাস্তার ধারে গার্ড রেলে ধাক্কা মারে। তার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সার্ভে পার্ক থানার কিয়স্কের সামনে থাকা টহলদারি পুলিশের দুটি গাড়িতে ধাক্কা মারে। প্রথমে ধাক্কা মারে পুলিশ গার্ড রেলে। তবে পুলিশ কর্মীরা গাড়িতে না থাকার জন্য কোনও ক্রমে তারা রক্ষা পান। তবে পুলিশের গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে। গাড়িটিকে ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। দুরন্ত গতিতে থাকা গাড়িটিরও অবস্থা খারাপ। সামনের কাঁচ ভেঙে গেছে। যে গাড়িটি ধাক্কা মারে, সেটিতে চালক ছাড়াও চারজন মহিলা যাত্রী ছিলেন। এসআইয়ের একটা সুইফট গাড়ি ছিল সেটাকে পুরো ভেঙে গিয়েছে।
কর্তব্যরত পুলিশ কর্মীদের কথায়, এই ঘটনা ঘটার সামান্য কিছু আগেই নাকা চেকিংয়ের জন্য তাঁরা গাড়ি থেকে নেমে রাস্তার ধারে দাঁড়ান। হঠাৎই বিকট শব্দ শুনতে পান। তার পরেই তারা দেখেন, একটি চার চাকার গাড়ি এসে দু’টি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মেরেছে।
চালক মত্ত অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।স্থানীয়দের দাবি, যে গতিতে নিয়ে গাড়িটি আসছিল, গাড়িটির গতি ঘন্টায় ১০০ কিলোমিটার ছিল।