পুবের কলম, ওয়েবডেস্ক: ফ্ল্যাটে ডেকে মাদক খাইয়ে ধর্ষণ বান্ধবীকে। গ্রেফতায় গড়ফার যুবক। জানা গেছে, অভিযোগকারিনীর মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ১০- দিন আগে ঘটেছিল। তাই ঘটনার ১০ দিন পর কেন অভিযোগ দায়ের হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী কলকাতার এক নামী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। ধৃত যুবক কলকাতার এক নামি কলেজের ছাত্র। অভিযুক্তের সঙ্গে পূর্বপরিচিতি ছিল। স্কুলের বন্ধু ছিলেন তিনি। তবে স্কুল ছাড়ার পর স্বাভাবিক নিয়মেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবার তাঁদের মধ্যে ফের যোগাযোগ শুরু হয়। ধীরে ধীরে প্রণয়ের সম্পর্কে জড়ায়। তারপরেই দেখা করার প্ল্যান করেন তাঁরা।
read more: ৬৫ কোটি টাকার সাইবার জালিয়াতি! গ্রেফতার ২
জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর পুরনো বন্ধু সৃঞ্জয় দাশগুপ্তের সঙ্গে দেখা করেন তরুণী। অভিযোগ, সেখানে প্রাথমিক কথাবার্তার পর যুবক তাকে কোল্ড ড্রিংকস খেতে দেন।আর তারপরেই অচেতন হয়ে পড়েন তিনি। জ্ঞান যখন ফেরে তখন তিনি বুঝতে পারেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তারপরেই বর্ষবরণের রাতে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। এদিন আদালতে তোলা হয় তাঁকে।