পুবের কলম, ওয়েবডেস্ক: রাখির সঙ্গে আদিলের বিয়ে কোনও মিথ্যা খবর নয়। ২০২২-এর ২৯ মে’ আইনি মতেই নিকাহ হয়েছে দুজনের, এমনই দাবি রাখির আইনজীবীর। সম্প্রতি মাইসোরের ব্যবসায়ী আদিল খানের সঙ্গে রাখির বিয়ে করা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এদিকে রাখি তার বিয়ে নিয়ে উচ্ছ্বসিত হয়ে বিয়ের ভিডিও, ছবি সোশ্যাল মাধ্যমে পোস্ট করলেও আদিলকে এই বিয়ে নিয়ে প্রকাশ্যে কিছু বলতে দেখা যায়নি।
রাখির আইনজীবী ফাল্গুনী ব্রহ্মভট্টের দাবি, বৈধ মতে আদিল খানের সঙ্গে বিয়ে সেরেছেন রাখি। সংবাদসংস্থা আইএএনএসকে আইনজীবী ব্রহ্মভট্ট জানিয়েছেন, সমস্ত নিয়ম মেনেই নিকাহ অনুষ্ঠিত হয়েছে। নিকাহ নিবন্ধনও করা হয়েছে। যথাযথ নিকাহনামা আছে। নিকাহ করার পরে, মুম্বইতে মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিবাহ নিবন্ধন করতে হয়। সেই মতো রাখি এবং আদিল মিউনিসিপ্যাল কর্পোরেশনে ফর্ম পূরণ করে অফিসে গিয়ে তাদের বিয়ে নিবন্ধন করেছেন। বিয়ের সার্টিফিকেটও নিয়ে গেছেন তারা। বৈধ নিকাহনামার পরেও আদিল কেন এই বিয়ে নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছে না, বা এড়িয়ে যাচ্ছেন তা জানা নেই। হয়তো তার ব্যক্তিগত কিছু কারণ থাকবে।
আইনজীবী ফাল্গুনী ব্রহ্মভট্ট বলেন, রাখি তার বিয়ে নিয়ে যা বলছেন যে সমস্ত ছবি শেয়ার করছেন তা সবই সত্যি। তাদের দুজনের আইনি মতেই বিয়ে সম্পন্ন হয়েছে। রাখি এবং আদিল ২৯ মে, ২০২২-এ বিয়ে করেছিলেন৷ তবে, তারা এটিকে গোপন রাখেন। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। রাখি নিকাহর পরে ইসলাম ধর্ম নিয়ে নাম পালটে হয়েছেন ফাতিমা।
আইনজীবী ফাল্গুনী জানিয়েছেন, এই মুহূর্তে রাখি তার অসুস্থ মাকে নিয়ে ব্যস্ত আছেন। এখন এই বিয়ে নিয়ে রাখি আগামিদিনে কি করতে চায়, সেব্যাপারে আমাকে কিছু জানাননি। যদি রাখি এই বিয়ে নিয়ে কোনও আইনি পদক্ষেপ নিতে চান, তা পরবর্তী সময়ে দেখা যাবে।