পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী তিন, চারদিন উত্তর –পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যপক ঝড়, বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন।
অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও।
অন্যদিকে আশংকা বাড়িয়ে রাজ্যের জেলাগুলিতেও বাড়বে বৃষ্টির পরিমান। দক্ষিণবঙ্গে আজ বুধবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেই যাবে। তবে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। আগামী ২৪ ঘন্টা কলকাতার তাপমাত্রা থাকবে ২৮- ৩৫ ডিগ্রির মধ্যে।
অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নদীগুলিতে বাড়বে জলস্তর।
।