পুবের কলম, ওয়েবডেস্ক: হাঁসফাঁস গরমে অস্বস্তিতে দক্ষিণবঙ্গ। দুপুর ১২টার পর থেকে মধ্যগগনে সূর্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে রোদের তেজ। এই অবস্থায় বৃষ্টির পূর্বাভাস দিল দক্ষিণবঙ্গ। পূবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পয়লা বৈশাখের দিন থেকে আবহাওয়ার পরিবর্তন সামান্য হলেও বাড়বে তাপমাত্রা৷
পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বৃষ্টি হবে রাজ্যজুড়ে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বিকেলের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
কলকাতায় আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে ৷ অন্যদিকে টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস জারি আছে কেরলে। পাঁচটি জেলায় এই পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০ কিলমিটার বেগে ঝোড়ো হাওয়ার বইবার কথা জানিয়েছে আইএমডি। প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।