পুবের কলম প্রতিবেদকঃ পৌষ মাসের দুটো সপ্তাহ পেরিয়ে গেলেও ঘূর্ণাবর্ত আর পশ্চিমি ঝঞ্ঝার সাঁড়াশি আক্রমনে চলতি মরশুমে রাজ্যে তেমন ভাবে জাঁকিয়ে আগমন ঘটেনি শিতের। যদিও ইংরাজির নতুন বছরের প্রথম সন্ধ্যার পর থেকেই হীমেল হাওয়ার দাপটে যেমন কিছুটা পারদ পতন হওয়ায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আমেজ।
আপাতত শৈত্যপ্রবাহের সম্মুখীন রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলা। যদিও, শীতের এই দাপট বেশিদিন স্থায়ী হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি পশ্চিমি ঝঞ্ঝার জেরে ফের কয়েকদিনের জন্য শীত উধাও হয়ে তাপমাত্রা যেমন বাড়বে, তেমনিই চলতি সপ্তাহের শেষে পাহার লাগোয়া উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রাজ্যের সমতল এলাকাগুলির মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা ছিল আসানসোলে।গতকাল আসানসো্লে তাপমাত্রা নেমেছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.১ ডিগ্রি কম। অন্যদিকে আসানসোল ছাড়াও বোলপুরের তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানের তাপমাত্রা ৯.৬ এবং বাঁকুড়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, কলকাতা এবং কলকাতা লাগোয়া জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা নেমেছে। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪, আলিপুরে ১৩.২ এবং বিধাননগরের তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।যদিও চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।