পুবের কলম, ওয়েবডেস্কঃ একদিকে করোনা-ওমিক্রন তার মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিন জাঁকিয়ে ঠাণ্ডার মধ্যে কলকাতাবাসী শীত উপভোগ করেছে। সেই সঙ্গে রৌদ্রজ্জ্বল দিনে গা ভাসিয়ে আমজনতা। কিন্তু ফের বৃষ্টি পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং-এ রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার আকাশের মুখ ভার থাকবে।
সেই সঙ্গে তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ, শুক্রবার ও কাল শনিবার ঘন কুয়াশার সর্তকতা। অতি ঘন কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। অতি ঘন কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সর্তকতা রয়েছে।
গত বছরে একাধিকবার নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্তের সম্মুক্ষীণ হয়েছে দক্ষিণবঙ্গ। ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিও চলেছে পুরোদমে। এবার শীতের মাঝে আবার বৃষ্টি যে বঙ্গবাসীর জীবনে খুব একটা সুখপ্রদ হবে না, সে কথা বলাই বাহুল্য।