‘রাহুল গান্ধির ‘ন্যায় যাত্রা’য় লাভ হবে না, মোদির হাত ধরেই উন্নয়ন সম্ভব’, বাংলায় এসে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

- আপডেট : ৮ জানুয়ারী ২০২৪, সোমবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: ‘রাহুল গান্ধির ন্যায় যাত্রায় লাভ হবে না’ বলেই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুঞ্জপাড়া মহেন্দ্র ভাই। এর আগেও রাহুল গান্ধি ভারত জোড়ো যাত্রার কর্মসূচী নিয়েছিলেন। তাতে কোনও লাভ হয়নি। বরং বিজেপির ভোট বেড়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে সংখ্যা গরিষ্ঠতা পায় বিজেপি, সোমবার শিলিগুড়িতে কেন্দ্রের বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানে এসে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুঞ্জপাড়া মহেন্দ্র ভাই। তাঁর বক্তব্য, “মোদি সরকার ক্ষমতায় আসার পর দেশের কোটি কোটি মানুষ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ যাবতীয় কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছে। নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশজুড়ে যে উন্নয়ন হয়েছে, সেই নিরিখেই চারশোর বেশি আসন নিয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসবে বিজেপি।” কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “নরেন্দ্র মোদির হাত দিয়েই দেশে উন্নয়নের ঢেউ বইছে। দেশবাসী বুঝে গিয়েছে মোদির হাত ধরেই উন্নয়ন সম্ভব। তিনি দেশবাসীর কথা ভাবেন। এই সরকার শুধু উন্নয়নের গ্যারান্টিই দেয় না, গ্যারান্টি দিয়ে সেই উন্নয়নের কাজও সম্পন্ন করে।”