পুবের কলম প্রতিবেদক: মাইনোরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন আইনজীবী রফিকুল আলম। সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যুবক-যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে উন্নততর জীবন-জীবিকা নির্বাহের জন্য এই বোর্ডের সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মাইনোরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান রফিকুল আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেদ। এ দিন দফতরে এসে দায়িত্ব গ্রহণের পর পরই বিত্ত নিগমের ম্যানেজার জাহাঙ্গির মল্লিকের সঙ্গে আগামী দিনের বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আইনজীবী রফিকুল আলম এদিন পুবের কলমকে বলেন, দায়িত্ব গ্রহণের পর আমরা আলোচনা করেছি। তিনি বলেন, গ্রাম-বাংলার সংখ্যালঘুদের দক্ষতার আওতায় নিয়ে এসে দায়িত্ব সহকারে কাজ করার চেষ্টা করব।
উল্লেখ্য, মাইনোরিটি ভোকেশনাল বোর্ডের চেয়ারম্যান পদে এর আগে ছিলেন জনাব সাবির সিদ্ধার্থ গফফার। তাঁর স্থলাভিসিক্ত হলেন রফিকুল আলম। মাইনোরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান রফিকুল আলমকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান।