পুবের কলম, ওয়েবডেস্কঃ আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। এ দিন সঞ্জয়কে যাবজ্জীবনের সাজা শোনালেন বিচারক অনির্বাণ দাস।
এ দিন শিয়ালদহ আদালত আর জি কর ধর্ষণ-খুন কান্ডে একমাত্র দোষীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশের পাশাপাশি নিহতের পরিবারকে রাজ্য সরকারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দেয়। সঞ্জয় রায়ের ৫০ হাজার টাকা জরিমানাও করেন বিচারক। জরিমানার টাকা না দিলে পাঁচ মাস অতিরিক্ত কারাবাসের নির্দেশ। নির্যাতিতার বাবা অবশ্য জানান, ক্ষতিপূরণ চান না। তাঁর উদ্দেশে বিচারক বলেন, ‘‘আপনি মনে করবেন না টাকা দিয়ে ক্ষতিপূরণের চেষ্টা করা হচ্ছে। আমাকে এমন বলা হলে আমিও তাই করতাম।’’