পুবের কলম, ওয়েবডেস্ক: ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধি, কৃষিঋণ মকুব, পেনশন চালু করা-সহ একাধিক দাবিতে ফের সরব হয়েছে কৃষকরা। দাবিপূরণে দিল্লি অভিমুখী হতে চাইলে দফায় দফায় তাঁদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ছুঁড়েছে পুলিশরা। প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে আমরণ অনশনে বসেছেন সংযুক্ত কিষান মোর্চা (অরাজনৈতিক) নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল। ফলসরূপ দিনকেদিন অসুস্থ হয়ে পড়ছেন তিনি। অভিযোগ একটাই, কথা দিয়ে কথা রাখেননি প্রধানমন্ত্রী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে বলেই স্পষ্ট জানান তিনি। এই আবহে ডাল্লেওয়ালকে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানালেন খোদ বিজেপি নেতা সুনীল জাখর। তিনি পঞ্জাবের বিজেপির রাজ্য সভাপতি।
কৃষক নেতাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনাদের যা দাবি ছিল তা সবার কাছে পৌঁছে গিয়েছে। সুপ্রিম কোর্টও আপনার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ, আপনার মতো নেতার জীবন আরও বেশি। দয়া করে অনশন তুলে নিন।
বলা বাহুল্য, ২৬ নভেম্বর থেকে আমরণ অনশন শুরু করেছেন ডাল্লেওয়াল। যা মঙ্গলবার পড়ল ২৯ দিনে পড়েছে। খানাউরি সীমানায় তাঁর সমর্থনে হাজির হয়েছে হাজার হাজার কৃষক। প্রায় এক মাসের অনশনের জেরে তাঁর স্নায়ুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওজন কমে গিয়েছে ১৫ কেজি। নিয়ন্ত্রণে নেই রক্তচাপ। ভীষণরকম কমে গিয়েছে প্রোটিন, ফ্লুইডের মাত্রা। লিভার, কিডনি-সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের অবস্থাও খুব ভালো নয়। এই পরিস্থিতিতে যে কোনও সময় তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে যেতে পারে, এই আশঙ্কা করছেন চিকিৎসকরা।