কলকাতাTuesday, 2 May 2023
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

অস্কারজয়ী শিল্পী এ আর রহমানকে আঙুল তুলে কনসার্ট থামানোর নির্দেশ পুণে পুলিশের, ক্ষুব্ধ ঘনিষ্ঠরা

asim kumar
May 2, 2023 3:48 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশিষ্ট সুরকার, গায়ক, সংগীত স্রষ্টা এ আর রহমানের কনর্সাট বন্ধ করে দিল পুণে প্রশাসন। রাত ১০ টা’র সময়সীমা পার হওয়ার কারণ দেখিয়ে রহমানের এই কনসার্ট বন্ধ করে দেওয়া হয়। রবিবার রাতে পুণের রাজা বাহাদুর মিল এলাকায় এ আর রহমানের কনসার্টের আয়োজন করা হয়েছিল। মঞ্চে তখন শেষ গান গাইছিলেন রহমান। হঠাৎই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ এসে কনসার্ট বন্ধ করার নির্দেশ দেন। একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে মঞ্চে পুলিশকে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

জানা গেছে, কনসার্টের মঞ্চে তখন ‘ছাঁইয়া ছাঁইয়া’ গাইছিলেন এ আর রহমান। ঠিক তখনই মঞ্চে উঠে রহমানকে কনসার্ট বন্ধ করতে বলে পুলিশ।
জানা গেছে, রাত ১০টা পর্যন্ত সেখানে কনসার্ট করার সময়সীমা দেওয়া হয়েছিল। সেই সময় পার হয়ে যায়। রাত ১০টা বেজে গেলেও চলতে থাকে তাঁর শো। পরে পুলিশ গিয়ে বিষয়টি শো-এর অর্গানাইজার, রহমানকে জানাতেই সঙ্গে সঙ্গে শো বন্ধ করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে কোনও মামলা দায়ের করা হয়নি।

প্রসঙ্গত, ভিডিওতে দেখা গেছে পুণের বান্দগার্ডেন থানার পুলিশ আধিকারিক সন্তোষ পাটিল মঞ্চে উঠে রহমান সহ অন্যান্য শিল্পীদের কনসার্ট বন্ধ করার জন্য ঘড়ির দিকে দেখাচ্ছেন।

সোমবার একটি ট্যুইট করে এ আর রহমান, ‘রোলার কোস্টার কনসার্ট” চলাকালীন সমস্ত ভালবাসা এবং উচ্ছ্বাস উজাড় করে দেওয়ার জন্য পুণের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের ব্যাপারে তিনি কিছু বলেননি। অস্কারজয়ী সংগীত শিল্পী বলেন, ‘দারুণ একটি রোলার কোস্টার কনসার্ট ছিল! পুণে এত শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা! আমরা শীঘ্রই আবার আপনাদের সবার সঙ্গে গান গাইতে ফিরে আসব!”
ঘটনায় রহমানের ঘনিষ্ঠ একজন সহকারি অবশ্য বলেছেন যে, পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পীর দিকে আঙুল তোলার পরিবর্তে পুলিশ আয়োজকদের সঙ্গে কথা বলতে পারত। রাত ১০টা সময়সীমা ছিল, কিন্তু গান শেষ হতে আর ১ মিনিট বাকি ছিল।