পুবের কলম প্রতিবেদকঃ ‘মাইসার’ সংস্থা অর্থনীতির ও ব্যবসার প্রসারের জন্য কাজ করতে থাকে।বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসাকে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সাহায্য করা ও বাণিজ্যের সুযোগ-সুবিধাকে তুলে ধরার জন্য এই সংস্থাটি গত ১০ বছর ধরে কাজ করে চলেছে। দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই হচ্ছে এই সংস্থাটির সদর দফতর।
‘মাইসার’ এই উদ্দেশে দেশের বড় বড় শহরে সংখ্যালঘুদের জন্য ‘বিজনেস সামিট’-এর আয়োজন করে।
দানিশ রিয়াজ সংস্থাটির অন্যতম পরিকল্পক ও প্রধান পরিচালক। ‘মাইসাত’ এর ২০২১-এর বিজনেস সামিট সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়। এই বিজনেস সামিটে ব্যবসা ও মিডিয়ার ক্ষেত্রে ১০টি পুরস্কার প্রদান করা হয়।
অর্থনীতি, শিক্ষা, কমিউনিটির সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ‘মাইসাত’ আঞ্চলিক মিডিয়ার ২০২১ সালের ব্র্যান্ড হিসেবে ‘পুবের কলম’ প্রত্রিকাকে নির্বাচিত করে।
পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান ১৪ নভেম্বর কলামন্দিরের ‘মাইসাত’ এর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ‘মাইসাত’ এর পরিচালক দানিশ রিয়াজ ও আবু তালহা জামাল কাসমি পুবের কলম দফতরে এসে পুবের কলমকে প্রদত্ত এই মিডিয়া অ্যাওয়ার্ড সম্পাদক আহমদ হাসান ইমরানের হাতে তুলে দেন।
তাঁরা দেশের মিডিয়া, শিক্ষা, উন্নয়ন ও ব্যবসা সম্পর্কিত বিষয়ে মতামত বিনিময় করেন।
ব্রেকিং
- ট্রেনে নৃশংস হত্যাকাণ্ড: অভিযুক্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আদালতের
- মমতার অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, কাজ করতে চান ‘দিদি’র সঙ্গে
- পাথরে ভরা দূর্গম পথ হেঁটে মদিনার উদ্দেশ্যে ইউসুফ
- কুয়াশার জেরে ব্যহত বিমান পরিষেবা
- সাহাজাদাপুরে তৃনমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক পেল বজবজের সুস্মিত নস্কর
- বাঘের গতিবিধি বুঝতে সুন্দরবনের লোকালয়ে বসানো হচ্ছে ১০০টি ক্যামেরা
- ঠাকুরপুকুর এলাকার ভাড়া বাড়ি থেকে তরুণীর দেহ উদ্ধার
- নেতাজি বড় চক্রান্তের শিকার, কেন্দ্রকে দুষে আক্ষেপ মুখ্যমন্ত্রীর
- ফের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানল, এলাকাবাসীকে ঘর ছাড়ার নির্দেশ প্রশাসনের
- নিউইয়র্কে স্বীকৃতি পেল বাংলা নববর্ষ
- মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করছেন ট্রাম্প