ঈদ উপলক্ষে মমতাময়ী মানবিক স্টলের উদ্যোগে নতুন বস্ত্র প্রদান।

- আপডেট : ২৪ এপ্রিল ২০২২, রবিবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রতিবছরের মতো এবছরও রামপুরহাটের মমতাময়ী মানবিক স্টলের উদ্যোগে ঈদের আগে এলাকার গরীব দুঃস্থ মানুষদের সাড়ে ৩০০ জনকে নতুন শাড়ি এবং লুঙ্গি দেওয়া হলো।এমনিতেই সারাবছর মমতাময়ী মানবিক স্টল থেকে পুরনো জামা কাপড় বিতরণ করা হয় এলাকার বিভিন্ন গরীব দুস্থ মানুষদের। তারা প্রয়োজনমতো সে সমস্ত জামাকাপড় মানবিক স্টল থেকে নিয়ে যান ।
বছরে তিনবার নতুন জামা কাপড় বিতরণ করা হয় , একবার দুর্গাপূজার সময় , দ্বিতীয়বার ঈদের সময় এবং শীতকালে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বিগত লকডাউন এর সময় এই মমতাময়ী মানবিক স্টল বিনা পয়সার সবজি হাট করে প্রায় হাজারখানেক মানুষকে বিনা পয়সায় সবজি, চাল, ডাল বিতরণ করে নজির সৃষ্টি করেছিল। সেই মমতাময়ী মানবিক স্টল এখনো পর্যন্ত , তাঁর সেই ধারাকে অব্যাহত রেখে এবারের ঈদের আগে এলাকার প্রায় সাড়ে ৩০০ জন মানুষকে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডঃ আশীষ বন্দোপাধ্যায়, রামপুরহাট পৌরসভার পৌরপতি সৌমেন ভক, উপপৌরপতি সুব্রত মাহারা, প্রাক্তন উপ পৌরপতি সুকান্ত সরকার, সমাজসেবী তুহিন শুভ্র ব্যানার্জি ,মহিলা নেত্রী শংকর ব্যানার্জি, সাহারা মন্ডল , টুসি মন্ডল এবং অন্যান্য বিশিষ্ট জনেরা।
মমতাময় মানবিক সালের কর্ণধার আব্দুর রেকিব জানান, বছরে তিনবার নতুন বস্ত্র প্রদান করা হয় এলাকার দুস্থ গরিব মানুষদের। এবারেও সেই আয়োজন করা হয়েছে । এলাকার বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ মানুষ, সমাজসেবী , প্রত্যেকে আমাদের পাশে থেকে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন , তাদেরকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যতদিন প্রাণ থাকবে ততদিন এই মমতাময় মানবিক স্টল মানুষের পাশে এভাবেই সেবা প্রদান করে যাবে।
বিভিন্ন প্রয়োজনে মমতাময়ী মানবিক স্টল মানুষের পাশে থাকবে। মমতাময়ী মানবিক স্টল তথা কর্ণধার আব্দুর রেকিবের এই উদ্যোগকে কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডঃ আসিস বন্দোপাধ্যায় , তিনি জানান মমতাময়ী মানবিক স্টলের এই উদ্যোগ প্রশংসনীয়। আগামী দিনেও যাতে এই উদ্যোগ অব্যাহত থাকে এই কামনা করি এবং সর্বদা পাশে থাকার আশ্বাস প্রদান করি।