পুবের কলম প্রতিবেদকঃ ত্রিপুরায় মসজিদ ভাঙার প্রতিবাদে কলকাতা ‘ত্রিপুরা ভবন’-এর সামনে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন। বাংলাদেশে সম্প্রতি যে সহিংসতার ঘটনা ঘটে– তার প্রেক্ষিতে ত্রিপুরায় সংখ্যালঘুদের উপর আক্রমণ নামিয়ে এনেছে একটি গোষ্ঠী। সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘর এবং মসজিদে হামলার প্রতিবাদে বুধবার ত্রিপুরা ভবনের সামনে বিক্ষোভ দেখালেন সংগঠনের নেতৃত্বরা।
এদিন সংগঠনের তরফেব বলা হয়েছে– ত্রিপুরায় বহু মসজিদ ও বাড়িঘর ভাঙা হয়েছে। তার প্রতিবাদ জানানোর জন্য ত্রিপুরা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে। পাশাপাশি ডেপুটেশনও দেওয়া হয়েছে। এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন বিলাল মণ্ডল– আবদুস সালাম– সালমান পিয়াদা প্রমুখ।