কলকাতাSunday, 16 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাঁওলি মিত্রের জীবনাবসান

mtik
January 16, 2022 10:11 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ সবার চোখের আড়ালে চিরবিদায় নিলেন নাট্য দুনিয়ার প্রথম সারির অভিনেত্রী শাঁওলি মিত্র। বয়স হয়েছিল ৭৪ বছর। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু তাঁর। রবিবার শীতের সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শম্ভু-তৃপ্তি মিত্রের কন্যা। তিনি নিজেও মঞ্চ দুনিয়ায় নিজস্ব ছাপ রেখে গেলেন। এ দিন দুপুরে কিরীটি মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ ইচ্ছাপত্রে ‘নাথবতী অনাথবৎ’-এর কন্যা জানিয়ে গিয়েছিলেন, দাহকার্যের পরেই তাঁর মৃত্যুর খবর যেন জানানো হয় সবাইকে।

তাঁর শেষকৃত্যে হাজির ছিলেন বিশিষ্ট নাট্যকর্মী এবং রাজনীতিবিদ অর্পিতা ঘোষ।তাঁর এই নাট্য জগতে বিরাট শূন্যতা। বিভাস চক্রবর্তী থেকে রুদ্রপ্রসাদ সকলেই গভীর শোক প্রকাশ করেছেন। শাঁওলি মিত্র একটি ইচ্ছাপত্র তৈরি করেছিলেন। সেখানেই তিনি জানিয়ে যান, তাঁর মৃত্যুর খবর শেষকৃত্যের পর যেন সকলকে জানানো হয়। সেই ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন তাঁর প্রিয়জনেরা।

বাবার মতই ফুলের ভারে নিজেকে ভারাক্রান্ত করতে চাননি তিনি। নিজেদের মরদেহ সকলের সামনে দেখানোয় তাঁর যে বিশেষ সংকোচ তা তিনি ইচ্ছাপত্রে লিখে যান। সেখানে শাঁওলী স্পষ্ট করেন যে তিনি হাসপালের আসুরিক চিকিৎসা নিতে চাননা। এটি তাঁর সচেতন সিদ্ধান্ত। তাঁর জন্য কেউ দায়ী নয়। বাড়িতে বসে তিনি তাঁর মত করে ভালো থাকার চেষ্টা করেছেন । চিকিৎসকরা তাঁকে হাসপাতালে যেতে বলেছেন বারবার। সে কথাও ইচ্ছাপত্রে উল্লেখ করেন শাঁওলী।