বর্ষবরণ উদযাপনে নিষেধাজ্ঞা, গাজাবাসীর জন্য সংহতি প্রকাশের বার্তা পাক প্রধানমন্ত্রীর

- আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
- / 8
ইসলামাবাদ, ২৯ ডিসেম্বর: পাকিস্তানে নতুন বছর উপলক্ষে বর্ষবরণ উদযাপন নিষিদ্ধ করল পাক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। বর্ষবরণ উদযাপনের পরিবর্তে যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর জন্য সংহতি প্রকাশের বার্তা দিলেন তিনি। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং বর্ষবরণে সহিষ্ণুতা ও নম্রতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ফিলিস্তিনের উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য বর্ষবরণে সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকবে। সরকারের পক্ষ থেকে নেওয়া নিষেধাজ্ঞা সবাই মেনে চলবেন।”
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আনোয়ারুল হক কাকার বলেন, “গত ৭ অক্টোবর থেকে লাগাতার ইজরায়েলি বোমাবর্ষণে এপর্যন্ত ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। প্রায় ৯ হাজার শিশুও নিহত হয়েছে। তাঁরা হিংসা এবং অবিচারের সীমা ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনকে সহায়তা দিতে এবং গাজায় আহতদের সরিয়ে নিতে জর্ডান ও মিশরের সঙ্গে আলোচনা করছে পাকিস্তান।” তিনি আরও বলেন, “পাকিস্তান সারা বিশ্বের সামনে ফিলিস্তিনি জনগণের দুর্দশা কথা তুলে ধরার চেষ্টা করেছে। ইসরায়েলি রক্তপাত বন্ধ করতে ভবিষ্যতেও পাকিস্তান একই পথ বেঁছে নেবে।” গাজায় নিরপরাধ নাগরিক ও শিশুদের গণহত্যা ঘটনায় সমগ্র পাকিস্তানি ও মুসলিম বিশ্ব গভীরভাবে শোকাহত বলেও মন্তব্য করেন আনোয়ারুল। তিনি বলেন, “ইতিমধ্যে ফিলিস্তিনে দুটি ত্রাণ প্যাকেজ পাঠিয়েছে এবং তৃতীয় প্যাকেজ পাঠানোর প্রস্তুত নিচ্ছে পাকিস্তান।”