নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর: ‘ফিলিস্তিন স্বাধীন হবে’ লেখা হাত ব্যাগ নিয়ে ঢুকলেন সংসদে। সারাদিন তিনিই সংবাদমাধ্যমের শিরোনামে রইলেন। ভারত-সহ বিশ্বে জানান দিলেন ফিলিস্তিন সম্পর্কে তাঁর মত। গাজায় ইসরাইলি হামলা নিয়ে বহুবার সরব হয়েছেন প্রিয়াঙ্কা। সংসদে দাঁড়িয়ে ফিলিস্তিন সম্পর্কে তাঁর মত স্পষ্ট করলেন। অন্যদিকে, ফিলিস্তিনের সমর্থনে প্রিয়াঙ্কার এই ভূমিকার সমালোচনায় সরব হয়েছেন শাসকপক্ষের সাংসদরা। সোশ্যাল মিডিয়া ভাইরাল প্রিয়াঙ্কার ব্যাগ। তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। প্রথম দিনে সবার মন জয় করেছেন। শাসকপক্ষের সাংসদরা মুগ্ধ হয়ে শুনেছেন তাঁর প্রথম ভাষণ। ওয়েনাড় থেকে উপনির্বাচনে বিপুল ভোট জয় ছিনিয়ে প্রথম বার সাংসদ হয়েছেন।
চলতি বছরের শুরুতে ইসরাইল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিশানা করে বলেছিলেন, গাজায় ইসরাইল যা করছে তা নৃশংস গণহত্যা ছাড়া আর কিছু নয়। এই গণহত্যার জন্য দায়ী নেতানিয়াহু। এদিন যে হাত ব্যাগ নিয়ে প্রিয়াঙ্কা সংসদে এসেছিলেন তাতে যেমন ‘ফিলিস্তিন স্বাধীন হবে’ লেখা ছিল, তেমনই ব্যাগে শান্তির প্রতীক সাদা ঘুঘু ও তরমুজের ছবিও ছিল। যা ফিলিস্তিনের সংহতির প্রতীক। এছাড়াও ব্যাগে ফিলিস্তিনের পতাকার লাল, সবুজ, সাদা ও কালো রংও রয়েছে। এদিন সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কা বাংলাদেশ প্রসঙ্গ তুলে বলেন, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন প্রিয়াঙ্কা। বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টান সংখ্যালঘুদের বিষয়ে সরকারের আরও সক্রিয় হওয়া উচিত ছিল?
আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস। এদিন প্রিয়াঙ্কার বক্তব্যে উঠে আসে বিজয় দিবস প্রসঙ্গও। তিনি বলেন, আজ বিজয় দিবস। যে বীর সৈনিকরা একাত্তরে অনমনীয় সংগ্রামের মধ্যে দিয়ে জয় এনে দিয়েছিলেন, তাঁদের প্রণাম জানাই। পাক বাহিনীর আত্মসমর্পণের পরই স্বাধীন রাষ্ট্র হয় বাংলাদেশ। ১৯৭১ সালে ভারতীয় সেনার কাছে পাকবাহিনীর আত্মসমর্পণের সাক্ষ্য-সেই ঐতিহাসিক মুহূর্তের বিখ্যাত সেই ছবিটি পর্যন্ত সেনার মুখ্য কার্যালয়ে যেখানে ছিল সেই জায়গা থেকে নামিয়ে দেওয়া হয়েছে। যা কিছুতেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হয়ে ওঠার ক্ষেত্রে ইন্দিরা গান্ধির অবদানের কথাও উল্লেখ করেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কাকে ওই ব্যাগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আগে অনেকবার ফিলিস্তিন নিয়ে আমার মতামত স্পষ্ট করেছি। তাছাড়া আমি কেমন পোশাক পরব? কি ব্যাগ নেব? তা আমি নিজেই ঠিক করব। বছরের পর বছর ধরে রক্ষণশীল পুরুষতান্ত্রিক সমাজ ঠিক করে দিত মহিলাদের কী পরা উচিত এবং কী নয়। আমি এই তত্ত্বে বিশ্বাসী নই।