সোনমার্গ, ১৩ জানুয়ারিঃ ‘আপনি কাশ্মীর এবং দিল্লির মধ্যে হৃদয়ের দূরত্ব কমিয়েছেন। দিল্লি এবং কাশ্মীরি হৃদয়ের সঙ্গে দিল্লির দূরত্বও কমিয়েছেন। যার প্রতিশ্রুতি আপনিই দিয়েছিলেন।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই প্রশংসায় ভরিয়ে দিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সোনমার্গে জেড-মোড় টানেলের উদ্বোধন করতে কাশ্মীরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর প্রশংসার মধ্য দিয়ে রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার প্রসঙ্গ তুললেন আবদুল্লাহ। রাজনৈতিক বিশ্লেষকরা ওমর আবদুল্লাহর এমন প্রশংসাসূচক মনোভাবের দু’রকম ব্যাখ্যা করছেন। একদল বলছেন, আসলে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পেতে প্রধানমন্ত্রীর দেওয়া অন্যান্য প্রতিশ্রুতির মতো এই কথাও তাঁকে মনে করিয়ে দিলেন। কারণ দু’টি প্রতিশ্রুতি পূরণ হওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসার পরই তিনি তৃতীয় প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেছেন।
এদিন ওমর আবদুল্লাহ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেই ইঙ্গিত দিয়ে বলেন, আপনি আরও একটি কথা দিয়েছিলেন, যা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, প্রশ্নও করছেন। জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া নিয়ে। আমার হৃদয় বলে যে আপনি শীঘ্রই আপনার দেওয়া তৃতীয় প্রতিশ্রুতি পূরণ করবেন এবং জম্মু ও কাশ্মীর শীঘ্রই রাজকীয় রাজ্যের মর্যাদা ফিরে পাবে। আবার একদল বলছেন, রাজ্যের আর্থিক হাল ফেরাতে কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রাখাই এখন তাঁর মুখ্য কর্তব্য।
এদিন জম্মু ও কাশ্মীরের সোনমার্গে জেড-মোড় টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার টানেলটির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এবং এলজি মনোজ সিনহা ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কাশ্মীর ও লাদাখের মধ্যে পর্যটন শিল্পে গতি আনতে খুবই সহায়ক হবে এই টানেল।
গান্দেরওয়াল জেলায় সোনমার্গ এবং গগনগিরকে সংযুক্তকারী জেড-মোড় টানেল কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই টানেল শুধু জম্মু-কাশ্মীর ও লাদাখের মধ্যে যাতায়াত সহজ করবে না বরং আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য ও পর্যটনেও এই টানেলের প্রভাব দেখা যাবে।
শীতের মরশুমে তুষারপাতে যোগাযোগ ব্যবস্থা প্রায়শই ভেঙে পড়ে। বিপাকে পড়তে হয় পর্যটক থেকে স্থানীয় মানুষদের। কিন্তু এই টানেলটি সারাবছর লাদাখকে সড়কপথে যুক্ত করতে সাহায্য করবে। এই রুটটি ভারতীয় সেনাবাহিনীর জন্যও গুরুত্বপূর্ণ।
বিগত কিছু দিন ধরে বিরোধী জোটের শরিক হয়েও ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সখ্যতা কারোরই নজর এড়ায়নি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে নীতিন গড়করিও প্রশংসা করেন তিনি।
জেড-মোড় টানেল সমুoপৃষ্ঠ থেকে ৮,৬৫০ ফুট উঁচুতে। ১২ কিলোমিটার দীর্ঘ এই টানেলে দু’টি লেন। টানেলটি ৭.৫ মিটার চওড়া। এই টানেলটি চালু হওয়ার ফলে জাতীয় সড়ক-১ এর দূরত্ব ৪৯ থেকে কমে ৪৩ কিলোমিটার হবে। এবং যানবাহনের গতিও বাড়বে, এই টানেল দিয়ে যানবাহনগুলি ৩০ থেকে ৭০ কিলোমিটার বেগে যাতায়াত করতে পারবে।