মার্কিন সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী, জুলাই’য়ে বাইডেন- মোদির বৈঠক!
ইমামা খাতুন
- আপডেট :
১ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
- / 20

পুবের কলম ওয়েবডেস্ক: চলতি বছরের গরমের মরশুমে মোদিকে মার্কিন সফরের জন্য আমন্ত্রণ জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সেই আমন্ত্রণ গ্রহণও করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে বলেই জানা যাচ্ছে। তবে ঠিক কোন মাসে দুই রাষ্ট্রনেতার দেখা হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। একদিকে যখন ভারত জি-২০ সম্মেলনের সভাপতিত্বের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখনই হোয়াইট হাউসের তরফ থেকে এই আমন্ত্রণ এসেছে ।
চলতি বছরের শেষে জি-২০ সম্মেলন রয়েছে। তার আগেই জি-২০ সংক্রান্ত একাধিক কর্মসূচি রয়েছে। সেপ্টেম্বরে সেই সম্মেলনে উপস্থিত থাকবেন বাইডেনও। তার আগে এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মোদি আমেরিকা সফরে গেলে সেখানে কিছু দিন থাকতে পারেন। এই সময়ে প্রধানমন্ত্রী মোদি আমেরিকা কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারেন এবং হোয়াইট হাউসের তরফে আয়োজিত একটি নৈশভোজে যোগ দিতে পারেন বলেও জানা গেছে।
জুন বা জুলাই মাসে মোদি ও বাইডেনের সাক্ষাতের দিন যাতে ধার্য করা যায়, সেই ব্যাপারে আলোচনা করছেন দুই দেশের সংশ্লিষ্ট আধিকারিকরা। ওই সময় আমেরিকায় সেনেটে সেশন চলে। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদিরও আগে থেকে বেশ কিছু কর্মসূচি রয়েছে। তাই ওই সময়ে দিন নির্ধারণ করা বেশ কঠিন হচ্ছে।