৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
জাতীয় আদি মহোৎসবের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ১৬ ফেব্রুয়ারি নয়াদিল্লির ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে জাতীয় আদিবাসী মহোৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন। অনুষ্ঠানে উপজাতি বিষয়ক প্রতিমন্ত্রী রেণুকা সরুতাও উপস্থিত ছিলেন।
তিনি জানান, ২৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ১০০০ জন আদিবাসী কারিগর এবং শিল্পী এই উৎসবে অংশ নেবেন। উপজাতীয় সম্প্রদায়ের উৎপাদিত জৈব পণ্যগুলি বিশ্ব উষ্ণায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি বড় ভূমিকা পালন করতে পারে। ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৩৯টি ধন বিকাশ কেন্দ্র এই উত্সবে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।