দুর্ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বালেশ্বর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

- আপডেট : ৩ জুন ২০২৩, শনিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: দুর্ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বালেশ্বর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকালই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্বেগ প্রকাশ করেন তিনি। উদ্ধারকাজে সমস্ত রকমের সহযোগিতা করার আশ্বাসও দিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় খবর, আজ সকালেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। প্রথমেই তিনি বালেশ্বরে যাবেন। দুপুর আড়াইটে নাগাদ তিনি ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে সোজা ঘটনাস্থলে পৌঁছবেন তিনি। আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং উদ্ধারকাজ খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী মোদি। এরপরে সেখান থেকে কটক হাসপাতালে যাবেন তিনি। রেল দুর্ঘটনায় আহত শতাধিক যাত্রী ভর্তি রয়েছেন ওই হাসপাতালে। তাদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী
সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালেশ্বর পৌঁছে গিয়েছেন।
শুক্রবার রাতে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। আগে থেকেই হামসফর এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্য়ুত হয়েছিল। সেই কামরাতেই ধাক্কা মারে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এরপরে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। বগিগুলি দুমড়ে মুচড়ে যায়। মালগাড়ির উপরে উঠে যায়। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের ২০টি বগি।
ভারতীয় রেলের বিবৃতি অনুযায়ী দুর্ঘটনায় এখনও অবধি ২৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত কমপক্ষে ৬৫০। গ্যাস কাটার দিয়ে ট্রেনের জানলা কাটা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহতদের ওড়িশার বালেশ্বর, কটক, ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ, বায়ুসেনা।