পুবের কলম ওয়েবডেস্কঃ ইদ নয় দুর্গাপূজা নয় বাঙালির জাতীয় উৎসব হোক পয়লা বৈশাখ।এই দাবিকে সামনে রেখেই নববর্ষ উৎসবে সামিল ভাষা ও চেতনা সমিতি। রাত পোহালেই বাংলা নববর্ষ ১৪২৯। রবীন্দ্র সদনের সামনের রাজপথ জুড়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়ে দেওয়া হয়েছে আলপনা।মিলবে পান্তা ভাত শুঁটকি মাছ ভাত আলুপোস্ত।
পয়লা বৈশাখ ১৪২৯ শুক্রবার ১৫ এপ্রিল ২০২২ সকাল আট টা থেকে সারা দিন কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে (রবীন্দ্র সদনের উত্তরে) ছাতিমতলায় নববর্ষ উৎসব। গান কবিতা নাচ নাটক শোভাযাত্রা।। শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা পার্ক স্ট্রিট জাদুঘরের সামনে কারুকলা মহাবিদ্যালয় হয়ে আকাদেমি অফ ফাইন আর্টসের সামনে রাণুচ্ছায়া মঞ্চ পর্যন্ত।