পুবের কলম, ওয়েবডেস্ক: বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় অনিয়মের অভিযোগে পাটনায় আমরণ অনশনে বসেছেন জন সুরজ দলের নেতা প্রশান্ত কিশোর। সোমবার কাকভোরে সেখান থেকে তাঁকে তুলে নিয়ে যায় স্থানীয় পুলিশ। জানা গেছে, এদিন গ্রেফতার করা হয় তাঁকে। যদিও গ্রেফতারির কয়েক ঘণ্টা পরেই আদালতে জামিন পেয়ে গেছেন তিনি।
উল্লেখ্য, বিপিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন পরীক্ষার্থীরা। তাঁদের সমর্থনে ২ জানুয়ারি থেকে আমরণ অনশনে বসেন প্রশান্ত।
আরও পড়ুন: বেঙ্গালুরুতে এইচএমপিভি-তে আক্রান্ত দুই শিশু
এছাড়া জানা গেছে, এদিন শারীরিক পরীক্ষা করার পাটনা এমস হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাঁকে। পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘প্রশান্ত এবং তাঁর সমর্থকদের গান্ধি ময়দান থেকে সোমবার সকালে পুলিশ গ্রেফতার করেছে।তাঁকে আদালতে হাজির করানো হয় তাঁকে। এবং জামিনও পেয়ে যান তিনি।