পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেসে ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। সোমবার বিকেল ৪টে জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেওয়ার কথা। তৃণমূলে যোগ দেওয়ার কথা নিজ মুখেই জানিয়েছেন প্রণব পুত্র তথা অভিজিৎ মুখোপাধ্যায়।
অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে সঙ্গে কথা তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কথা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত।
অভিজিৎ জানান, কংগ্রেস যেভাবে পশ্চিমবঙ্গে চালিত হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। কংগ্রেসকে বাঁচাতে রাহুল গান্ধী অনেক চেষ্টা করছেন। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে, রাহুলে সিদ্ধান্ত প্রয়োগ করা হচ্ছে না। ভোটে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট করা ঠিক হয়নি। আপত্তি জানিয়েছিলাম।