ইউটিউবে ভিডিও পোস্ট করে বছরে আয় ৫ কোটি ৪০ লাখ ডলার, বিস্তারিত জানলে চোখ উঠবে কপালে
পুবের কলম ওয়েবডেস্কঃ শুধু মাত্র ইউটিউবে ভিডিও পোস্ট করে বছরে ৫ কোটি ৪০ লাখ ডলার আয় করে চমকে দিয়েছেন জিমি ডোনাল্ডসন। নিয়মিত প্রাঙ্ক ও স্টান্ট ভিডিও তৈরি করা ২৩ বছরের জিমি ইউটিউব দুনিয়ায় মিঃ বিস্ট নামেই পরিচিত। ফোবর্স ম্যাগাজিনেও এই তরুণের নাম উঠেছে।
২০২১ সালে জিমির পোস্ট করা ভিডিও দেখা হয়েছে একহাজার কোটি বারের বেশি। আর তাই গত বছর ইউটিউবের সবচেয়ে বেশি আয় করা কনটেন্ট নির্মাতার তালিকায় প্রথমেই রয়েছেন তিনি।।
সর্বোচ্চ আয় করা কনটেন্ট নির্মাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যাক পল। জনপ্রিয় এই বক্সিং তারকা ইউএফএস প্রতিযোগিতায় নিজের মুষ্টিযুদ্ধের ভিডিও পোস্ট করে আয় করেছেন ৪ কোটি ৫০ লাখ ডলার।
তৃতীয় স্থানে রয়েছেন মার্কিপ্লায়ার চ্যানেলের প্রতিষ্ঠাতা মার্ক এডওয়ার্ড ফিসবাক। তিনি আয় করেছেন ৩ কোটি ৮০ লাখ ডলার।
যদিও ২০১৯- ২০ সালের সবচেয়ে বেশি আয় করা রায়ান কাজী এইবছর বেশ পিছিয়ে পড়েছে। ১০ বছরের রায়ান ২০২১ এ আছে সপ্তম স্থানে।