পুবের কলম, ওয়েবডেস্কঃ বিধিনিষেধ আংশিক শিথিল হয়েছে সাতদিন হল। তবে সরকারি বাসের দেখা মিললেও, মিলছিল না বেসরকারি বাসের দেখা। রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের কড়া হুঁশিয়ারির পর রাস্তায় দেখা মিলতে শুরু করেছে বেসরকারি বাসের।
তবে অভিনবভাবে অনুদানের আবেদন জানিয়ে রাস্তায় নামছে বেসরকারি বাস। রীতিমতো পোস্টার সাঁটিয়ে যাত্রী ভাড়ার সঙ্গে বাড়তি অনুদানের আবেদন জানাচ্ছেন বাস মালিকরা।
পোস্টারে লেখা আছে, “যাত্রী সাধারণের জন্য অনুরোধ, ডিজেলের অস্বভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমরা অসহায়। অত্যন্ত নিরুপায় হয়ে আবেদন জানাচ্ছি, সহানুভূতির সঙ্গে অনুদান-সহ বাস ভাড়া প্রদান করে যাত্রী স্বার্থে বাস পরিষেবা বজায় রাখতে সাহায্য করুন।”
বাস মালিক সংগঠন সূত্রে জানা যাচ্ছে সর্বনিম্ন ভাড়া হবে সাত টাকার জায়গায় দশ টাকা। বাস মালিক দের বক্তব্য জোর করে ভাড়া আদায় করা হবেনা। আবেদন জানানো হবে যাত্রীরা চাইলে স্বেচ্ছায় দেবেন।