গুরগাঁও জামে মসজিদের সামনে অশালীন মন্তব্য করায় মামলা দায়ের করল পুলিশ
ইমামা খাতুন
- আপডেট :
৩ এপ্রিল ২০২৩, সোমবার
- / 20
পুবের কলম,ওয়েবডেস্ক: মসজিদের সামনের রাস্তা দিয়ে শোভাযাত্রার আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। প্রথমত শোভাযাত্রার জন্য কোনো ধরণের অনুমতি নেওয়া হয়নি প্রশাসনের কাছ থেকে। উপর থেকে মসজিদের সামনের রাস্তা দিয়ে মিছিল করে যাওয়ার তরোয়াল উঁচিয়ে অকথ্য গালাগাল শুরু করে এই দুই দলের কর্মী-সমর্থকরা। মসজিদের সামনে তরোয়াল বের করে ধর্মীয় অনুভূতিতে উসকানি দেওয়ায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরগাঁও এর জামে মসজিদের সামনে।
গুরগাঁও পুলিশ জানিয়েছে, প্রশাসনের অনুমতি ছাড়াই বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল এই শোভা যাত্রা-র আয়োজন করে। সামাজিক সম্প্রীতি ও শান্তি নষ্ট করায় বেশ কয়েকজেনর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন গুরগাঁও পুলিশের মুখপাত্র সুভাষ বোকেন।