রফিকুল হাসান, শাসন: উত্তর 24 পরগনা জেলার শাসনের খড়িবাড়ির ঘটনায় পুলিশ নিরীহ যুবকদের ও সাধারণ মানুষকে গ্রেফতার করছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শাসন থানায় ডেপুটেশন জমা করে। সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন শাসন থানার আইসি মুহাম্মদ ফিরোজ আলীর হাতে একটি ডেপুটেশন পত্র তুলে দেন।
এ ব্যাপারে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে পুলিশ চিহ্নিত না করে সাধারণ নিরীহ মানুষকে গ্রেফতার করছে। অনেকের বাড়িতে গিয়ে অভিযুক্তকে না পেয়ে তার বাবাকেও তুলে নিয়ে আসছে। অনেকে এই ঘটনায় জড়িত না পুলিশ তাদেরকেও গ্রেফতার করেছে। এখন মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলছে। তাই এই সময়ে কোনরকম ধরপাকড় করা চলবে না বলে তিনি জানান। এ ব্যাপারে মুহাম্মদ কামরুজ্জামান আরো বলেন শাসন থানার আইসি আমাদের কথা দিয়েছেন যারা দোষী নয় তাদের কোনোভাবেই গ্রেফতার করা হবে না।
প্রতিনিধি দলে ছিলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহ সম্পাদক নাজমুল আরেফিন, রাজ্য সহ সভাপতি মাহমুদুল হাসান, বাবর হোসেন, ডা. মনিরুল ইসলাম, ইমাম নেতা মাওলানা বাহাউদ্দিন, গফুর আলি সহ অন্যান্যরা।
শাসন থানার আইসি মুহাম্মদ ফিরোজ আলি বলেন, যারা এই ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত ও ক্যামেরায় যাদের দেখা যাচ্ছে। পুলিশ তাঁদের বাড়ি যাচ্ছে। ডেপুটেশনে তাঁদের বক্তব্য ছিল মূল ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি। কিন্তু এই ঘটনার মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে।