৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ানমারের ভূমিকম্পে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

চামেলি দাস
  • আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
  • / 119

পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার মায়ানমারে জোড়া ভূমিকম্প। ভূমিকম্পের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। মায়ানমারের ভূমিকম্পের প্রভাব পড়েছে পড়শি দেশ থাইল্যান্ডেও। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও। ভেঙে পড়েছে একের পর এক বহুতল। অন্তত ৪৫ জন নিখোঁজ বলে খবর। মায়ানমরের ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, কম্পন অনুভূত কলকাতা-বাংলাদেশে

স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের মান্দালয় থেকে ১২ কিলোমিটার দূরে। ভূপৃষ্ট থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পটি হয়। যার প্রভাব পড়েছে থাইল্যা্ন্ড এবং ভিয়েতনামে। থাইল্যান্ডের একাধিক বহুতল গুঁড়িয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে এসেছে। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জরুরি বৈঠক ডেকেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা। তবে আশার কথা এই ভূমিকম্পের পর সুনামির কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

মায়ানমারের ভূমিকম্পের প্রভাব পড়েছে কলকাতা সহ দিল্লিতেও। প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডলে লিখেছেন, “মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সবার নিরাপত্তা এবং সুস্থতা প্রার্থনা করছি। সব রকম সাহায্যের জন্য প্রস্তত ভারত। সংশ্লিষ্ট সব দফতরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিদেশমন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।”

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মায়ানমারের ভূমিকম্পে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার মায়ানমারে জোড়া ভূমিকম্প। ভূমিকম্পের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। মায়ানমারের ভূমিকম্পের প্রভাব পড়েছে পড়শি দেশ থাইল্যান্ডেও। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও। ভেঙে পড়েছে একের পর এক বহুতল। অন্তত ৪৫ জন নিখোঁজ বলে খবর। মায়ানমরের ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, কম্পন অনুভূত কলকাতা-বাংলাদেশে

স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের মান্দালয় থেকে ১২ কিলোমিটার দূরে। ভূপৃষ্ট থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পটি হয়। যার প্রভাব পড়েছে থাইল্যা্ন্ড এবং ভিয়েতনামে। থাইল্যান্ডের একাধিক বহুতল গুঁড়িয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে এসেছে। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জরুরি বৈঠক ডেকেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা। তবে আশার কথা এই ভূমিকম্পের পর সুনামির কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

মায়ানমারের ভূমিকম্পের প্রভাব পড়েছে কলকাতা সহ দিল্লিতেও। প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডলে লিখেছেন, “মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সবার নিরাপত্তা এবং সুস্থতা প্রার্থনা করছি। সব রকম সাহায্যের জন্য প্রস্তত ভারত। সংশ্লিষ্ট সব দফতরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিদেশমন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।”