পুবের কলম, ওয়েবডেস্ক: মোদির মুকুটে নয়া পালক। এবার কুয়েতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী। যার পোশাকি নাম ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবীর’ সম্মান। কুয়েতের নাইটহুড বলা হয় এই সম্মানকে। এই পুরষ্কার প্রদানের পর বিভিন্ন রাষ্ট্র প্রদত্ত ২০তম আন্তর্জাতিক সম্মান পেলেন তিনি। নিয়মানুসারে, মূলত মিত্রতার প্রতীক রূপে কোনও দেশের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্র প্রধান কিংবা কোনও রাষ্ট্রের রাজপরিবারের সদস্যকে এই সম্মান প্রদান করা হয়ে থাকে। এছাড়া কুয়েত ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কারণে এই সম্মানে ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রী মোদিকে।
অবশ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্বে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস ও আরও এক মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ এই সম্মানে সম্মানিত হয়েছিলেন। কুয়েতের সপ্তম শাসক মুবারক বিন সাবা আল-সাবাহর সম্মানে এই অনার দেয় কুয়েত। ১৮৯৮ সালে কুয়েতের ক্ষমতায় আসেন আল-সাবাহ। তারপর থেকেই প্রভূত উন্নিতির সাক্ষী হয় এই দেশ। দুদিনের ঐতিহাসিক সফরে শনিবার কুয়েতে পৌঁছেছেন মোদি। ৪৩ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী কুয়েত সফরে গিয়েছেন। এর আগে ১৯৮১ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন কুয়েত সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধি।
এই সফরে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। পাশাপাশি রাজা শেখ সাবা আল খালিদ আল সাবাহর সঙ্গেও সাক্ষাৎ সেরেছেন তিনই। এর আগে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। শনিবার ‘হালা মোদি’ নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কুয়েত ও ভারতের সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন প্রধানমন্ত্রী।