কলকাতাMonday, 28 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

গুজরাতে চালু হল টাটার নয়া বিমান নির্মাণ কারখানা, উদ্বোধনে মোদি ও পেদ্রো

FAISAL HASAN
October 28, 2024 5:54 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: গড়ল ইতিহাস। গুজরাতে চালু হল টাটার নয়া বিমান নির্মাণ কারখানা।

 

স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের সঙ্গে সোমবার কারখানাটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়া এই ‘টাটা এয়ারক্র্যাফট কমপ্লেক্স’-এ ব্যবসায়িক ভাবে তৈরি করা হবে সি-২৯৫ সামরিক বিমান

 

জানা গেছে, সি-২৯৫ কর্মসূচির অধীনে মোট ৫৬টি বিমান রয়েছে, যার মধ্যে ১৬টি সরাসরি স্পেন থেকে সরবরাহ করা হচ্ছে এবং বাকি ৫০টি ভারতেই তৈরি করা হবে।

 

READ: জম্মু ও কাশ্মীরের আখনুরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা, নিহত ৩  জঙ্গি

 

যা স্পেনের সংস্থা এবং টাটা গোষ্ঠীর সহযোগিতায় ভদোদরার টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সে তৈরি হবে। টাটা ছাড়াও বায়ুসেনার এই প্রকল্পে যুক্ত থাকবে , ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ভারত ডায়নামিক্স লিমিটেড এবং কয়েকটি বেসরকারি ছোট এবং মাঝারি সংস্থা। এদিনের অনুষ্ঠানে প্রয়াত শিল্পপতি রতন টাটাকে শ্রদ্ধা জানান মোদি।

 

জানান, এই প্রকল্প রতন টাটার মস্তিষ্কপ্রসূত।

 

কিছুদিন আগেই উনি দুনিয়ার মায়া ত্যাগ করে অনন্তকালের উদ্দ্যেশ্যে পাড়ি দিয়েছেন। উনি আজ আমাদের সঙ্গে থাকলে খুশি হতেন। তিনি যেখানেই থাকুন নিশ্চয়ই খুশি হবেন। এখানে তৈরি সি-২৯৫ বিমানগুলি ভবিষ্যতে রফতানি করা হতে পারে। আমার বিশ্বাস, টাটা-এয়ারবাসের যৌথ উদ্যোগে বিমান তৈরি শুরু হলে ভারত-স্পেন সম্পর্ক আরও গাঢ় হবে। সেই সঙ্গে পুষ্ট হবে ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ মিশনও।