পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি নথি অনুযায়ী আজ জন্মদিন তাঁর। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকের এই বিশেষ দিনে তাঁকে প্রতি বছরের মতো এবারও শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়ে দীর্ঘ পোস্ট করেন। তাতে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্থতা প্রার্থনা করেন প্রধানমন্ত্রী মোদি।
বলা বাহুল্য, খাতায়-কলমে ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্মদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই দিক থেকে দেখলে চলতি বছরে ৭০ পা রাখলেন তিনি। এই দিনকে কেন্দ্র করে তৃণমূল-নেতা-কর্মীদের মধ্যে উন্মাদনা কম থাকে না। শুভেচ্ছার বন্যা বয়ে যায় কালীঘাটের বাড়িতে। আর খোদ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এই দিনটি পরিবারের সঙ্গে কাটাতে ভালোবাসেন। তবে নিজের ‘একান্তে’ বইতে মমতা উল্লেখ করেছেন, ৫ জানুয়ারি নয়, মায়ের কথা অনুযায়ী, তাঁর জন্ম হয়েছিল দুর্গাষ্টমীতে।
আরও পড়ুন: এইচএমপিভি: নতুন মহামারির শঙ্কা
প্রসঙ্গত, রাজনৈতিক মতাদর্শের নিরিখে তৃণমূল-বিজেপি একে অপরের বিরোধী দল। তবে সৌজন্যতার খাতিরে বরাবরই জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি। আবার মমতাও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেন না।